রাজ্যে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৪০৪ জন, মৃত্যু হল ২ জনের, সুস্থ ৩৭৮

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ জুলাই।। বৃহস্পতিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৪ জনে। মৃত্যু ২ জনের। সুস্থ ৩৭৮ জন। এর মধ্যে পশ্চিম জেলায় ৭১ জন, সিপাহীজলা জেলায় ৩১ জন, খোয়াই জেলায় ৩১ জন, গোমতী জেলায় ৫৮ জন, ধলাই ৩৫ জন, উত্তর ত্রিপুরায় ৪০ জন, দক্ষিণ ত্রিপুরায় ৮১ এবং ঊনকোটি জেলায় ৫৭ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে।

ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ফের অনেকটাই বাড়ল, ফের ২০-হাজারের গন্ডি হারিয়ে গিয়েছে করোনা-আক্রান্তের সংখ্যা, চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৫৭ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৪৪ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৬ হাজারের ঊর্ধ্বেই রয়েছে। দৈনিক সংক্রমণের হার বেড়ে ৫.১৮ শতাংশে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৫৭ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১ লক্ষ ৪৬ হাজার ৩২৩-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৩৩ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।

বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৪০ লক্ষ ৬৯ হাজার ২৪১ জন প্রাপক, ফলে ভারতে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২,০৩,২১,৮২,৩৪৭ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪৪ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৬,২১১ জন (১.২০ শতাংশ)। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩২,৮৬,৭৮৭ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৪৭ শতাংশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *