অর্থনীতিতে স্থিতিশীলতা প্রদান করেছে ডেয়ারি, বললেন প্রধানমন্ত্রী মোদী

অনলাইন ডেস্ক, ২৮ জুলাই।। বৃহস্পতিবার গুজরাটের সবরকান্থার গাধোড়া চৌকিতে সবর ডেয়ারির একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, গুজরাটে যেমন সেচ সুবিধা সম্প্রসারিত হয়েছে, তেমনই আমরা কৃষি ও পশুপালনের ক্ষেত্রে অনেক উন্নয়ন করেছি এবং ডেয়ারি তাতে শক্তি প্রদান করেছে।

ডেয়ারি অর্থনীতিতে স্থিতিশীলতাও দিয়েছে, নিরাপত্তা দিয়েছে এবং অগ্রগতির নতুন সুযোগও দিয়েছে। কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের নিরন্তর কাজ করে চলেছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তাঁর কথায়, বিগত দুই দশক ধরে গুজরাটে যে ব্যবস্থা করা হয়েছিল, তার ভালো ফল এখন পাওয়া যাচ্ছে। বর্তমানে গুজরাটের দুগ্ধের বাজার এক লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। গুজরাটের সমবায়ের একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে এবং সংস্কৃতি রয়েছে। সমবায় রয়েছে বলেই তো সমৃদ্ধি রয়েছে।

দুধ সংক্রান্ত সমবায় আন্দোলনের ফলে যে সাফল্য অর্জিত হয়েছে, আমরা এখন তা চাষের সঙ্গে সম্পর্কিত অন্যান্য ক্ষেত্রেও সম্প্রসারিত করছি। মোদী বলেছেন, কৃষকের আয় বাড়ানোর লক্ষ্যে বিগত ৮ বছরে কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টার কারণে গুজরাট-সহ দেশের বিভিন্ন প্রান্তে কৃষকদের আয় বাড়ছে।

উদ্যানপালন, পশুপালন, মৎস্য চাষের কারণে কৃষকদের আয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ছোট জমির মালিক এমন কৃষকদের আয়ও বেড়েছে। অর্থাৎ ফসল ছাড়া বিকল্প আয়ের উৎস নিয়ে কাজ করার কৌশল বর্তমানে কাজ করছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *