স্টাফ রিপোর্টার, কলকাতা, ২৮ জুলাই।। আজ কলকাতার সল্টলেক সিটিতে অবস্থিত ত্রিপুরা ভবন পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সেখানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও কর্মীদের সঙ্গে কথা বলেম তিনি।
খাবারদাবার থেকে শুরু করে সকল প্রকারের সুবিধা ত্রিপুরা থেকে আসা নাগরিকরা সঠিকভাবে পাচ্ছে কিনা তার বিস্তৃত খোঁজখবর নিলেন।
বহি:রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে আসা ত্রিপুরাবাসীর অন্যতম অবলম্বন এই ত্রিপুরা ভবনের পরিষেবা নিয়ে রাজ্য সরকার যথেষ্ট সচেতন রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এই ত্রিপুরা ভবন ত্রিপুরা সরকারের কর্মচারীদের দ্বারা পরিচালিত।
পূর্বে এই ত্রিপুরা ভবনের পরিকাঠামো অনেকটা দূর্বল ছিল। বর্তমানে পরিকাঠামোর যথেষ্ট উন্নয়ন করা হয়েছে। প্রতিদিন প্রচুর সংখ্যক লোক ত্রিপুরা ভবনে থাকতে আসেন।