রাষ্টপতি সম্পর্কে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর বিরূপ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিজেপির

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ জুলাই।। ভারতীয় জনতা পার্টি বৃহস্পতিবার আগরতলায় কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে শত শত বিজেপি কর্মী শহরে প্রতিবাদ সমাবেশে যোগ দেন।

শহর প্রদক্ষিণ করে তারা চৌধুরী সহ কংগ্রেস নেতাদের কুশপুত্তলিকা দাহ করেন।মিডিয়ার সাথে কথা বলার সময়, শ্রী দেব বলেছেন যে রাষ্ট্রপতির প্রতি কংগ্রেস নেতার অসম্মান দেশবাসীর অনুভূতি এবং দেশের গৌরবময় ইতিহাসের অসম্মান। কংগ্রেস নেতার অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা করেন তিনি।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন আগরতলা পৌর কর্পোরেশনের মেয়র দীপক মজুমদার, বিজেপির সাধারণ সম্পাদক কিশোর বর্মণ, পাপিয়া দত্ত প্রমুখ।

এদিকে, সন্ধ্যায় তার বাসভবনে মিডিয়ার সাথে কথা বলার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন যে বিজেপি শিক্ষা, স্বাস্থ্যসেবা বা পরিকাঠামো হোক প্রতিটি ক্ষেত্রেই আলাদা সুশাসন দিয়েছে।

তিনি আত্মবিশ্বাসী যে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি অবশ্যই ৬-আগরতলা আসন জিতবে। তিনি আশাবাদী যে মুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রদেশ সভাপতি ডাঃ সাহা আগামী নির্বাচনে আমাদের ষাটটি বিধানসভা আসনে জয় নিশ্চিত করবেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *