স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ জুলাই।। আগরতলা শহরকে আরও পরিচ্ছন্ন ও সবুজ করতে স্বচ্ছতা (পরিচ্ছন্নতা) এর উপর দৃষ্টি নিবদ্ধ করে বৃহস্পতিবার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে (এএমসি) একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মানিকা দাস দত্ত এবং সমস্ত কর্পোরেটরদের সাথে বৈঠকে সাংসদ বিনোদ সোনকর আগরতলা স্মার্ট সিটিকে আরও পরিষ্কার এবং সবুজ করার জন্য আলোচনা করেছেন। এএমসি কনফারেন্স হলে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি নেতা ফণীন্দ্রনাথ শর্মাও।

পরিষদের সভায় আজাদী কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে সূচিত হার ঘর তিরঙ্গা অভিযানের বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।