স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ জুলাই।। অঙ্গনওয়াড়ি কর্মী ও হেলপাররা বিভিন্ন দাবি নিয়ে বৃহস্পতিবার সমাজকল্যাণমন্ত্রী সান্তনা চাকমার কাছে ডেপুটেশন দেন। দাবিগুলোর মধ্যে রয়েছে নিয়মিতকরণ, চাকরির মেয়াদ বাড়ানো ও গ্র্যাচুইটি।
সাংবাদিকদের সাথে কথা বলার সময়, ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের সাধারণ সম্পাদিকা মঞ্জুলা চক্রবর্তী বলেছেন, “২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে সরকার বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও, বিজেপি শাসনের এই সাড়ে চার বছরে আমাদের জন্য কিছুই করা হয়নি”।
“আমরা অবিলম্বে আমাদের সাম্মানীক বৃদ্ধি করার দাবি জানাই এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ১৮০০০ টাকা এবং অঙ্গনওয়াড়ি সাহায্যকারীদের জন্য ১২০০০ টাকা করার দাবি করছি”, তিনি যোগ করেন।
অঙ্গনওয়াড়ি কর্মীরাও অভিযোগ করেছেন যে সরকার নিয়মিতকরণ এবং গ্র্যাচুইটির মতো বিষয়ে সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘন করছে। পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সমর্থিত দাবির অনুলিপি মন্ত্রীর কার্যালয়ে হস্তান্তর করে।