স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ২৫ জুলাই।। বক্সনগর রহিমপুর সীমান্ত এলাকায় ঘরে ঢুকে যুবককে গুলি করে খুনের চেষ্টা। গুলিবিদ্ধ মোবারক হোসেন(৩২) জিবি’তে ভর্তি।
ঘটনা রবিবার গভীর রাতে। মোট ৩ জনের বিরুদ্ধে মামলা করে যুবকের পরিবার। কলমচৌড়া থানার পুলিশ এই ঘটনায় ২ জনকে আটক করে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর করেছে এবং একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পাচার বাণিজ্যকে কেন্দ্র করে এই ঘটনা।
তবে পুলিশ এখনও পর্যন্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।