গুণগত শিক্ষার প্রসারের উপর রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনজাতি কল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার, খোয়াই, ২৫ জুলাই।। শিক্ষা ছাড়া কোনও জাতির উন্নয়ন সম্ভব নয়। রাজ্যের বর্তমান সরকার বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছে।

আজ তুলাশিখর ব্লকের রাজনগরে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে ১৫০ আসন বিশিষ্ট দ্বিতল ছাত্রী নিবাসের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করে জনজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া একথা বলেন।

তিনি বলেন, শুধু শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোর উন্নয়ন নয়, গুণগত শিক্ষার প্রসারের উপর রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। রাজ্য সরকারের এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি সমাজের সব অংশের মানুষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান প্রজন্ম গুণগত শিক্ষায় শিক্ষিত হলে সমাজের সব অংশের মানুষ এর সুফল ভোগ করবেন।

রাজ্যের জনজাতি সমাজের উন্নয়নে কেন্দ্র এবং রাজ্যের বর্তমান সরকার যে আন্তরিক তার প্রমাণ পাওয়া যায় রাজ্যে ১৮টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল স্থাপনের অনুমোদনের মধ্য দিয়ে। ১৮টির মধ্যে ১০টি বিদ্যালয়ের নির্মাণ কাজ এগিয়ে চলেছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনজাতি কল্যাণ দপ্তরের যুগ্ম অধিকর্তা রিংকু রিয়াং বলেন, জনজাতি অংশের ছাত্রছাত্রীরা যাতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা অর্জন করতে পারে সেজন্য জনজাতি কল্যাণ দপ্তর বিভিন্ন প্রকল্প চালু করেছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক সুশান্ত সরকার। সভাপতিত্ব করেন তুলাশিখর বিএসির চেয়ারম্যান প্রদীপ দেববর্মা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের রেসিডেন্সিয়াল এডুকেশনাল ইনস্টিটিউশন সোসাইটির সদস্য সচিব সমীর মুড়াসিং, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের অধ্যক্ষ সমীরণ রিয়াৎ প্রমুখ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *