স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৫ জুলাই।। একমাত্র ছেলে ভাত দেয় না। খোঁজ নেয় না মেয়েরাও। অসহায়ত্বের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ।
চড়িলাম ব্লকের চ্যাটার্জি কলোনির বাসিন্দা ৭৫ বছরের কৃষ্ণ পাল। তার এক ছেলে এবং তিন মেয়ে।
মেয়েদের বিয়ে দিয়েছেন অনেক আগে। একমাত্র ছেলে তাপস পালকে বিয়ে করিয়েছেন। ছেলে তাপস অটো চালায় এবং সিম কার্ডের ব্যবসা করে। অথচ তিনি বাবাকে গত চার বছর ধরে ভাত কাপড় দিচ্ছেন না বলে অভিযোগ।
এমনকি তাপস এবং তার স্ত্রী মিলে কৃষ্ণ পালের উপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালায়। সংবাদ মাধ্যমের সামনে ওই বৃদ্ধ তাঁর কষ্টের কথা ব্যাক্ত করেছেন।
এই ধরনের ঘটনা ভুরি ভুরি আছে। সমাজের প্রবীনরা নিজের ঘরে এভাবে নির্যাতনের শিকার হচ্ছেন যা সভ্য সমাজ ব্যাবস্থায় বেমানান।