স্টাফ রিপোর্টার, কল্যাণপুর, ২৫ জুলাই।। কল্যাণপুর বাজার কলোনি এলাকার অমৃত শীল পেশায় হোমগার্ড। কল্যাণপুর থানায় তিনি কর্মরত। গভীর রাতে তিনি ঘর থেকে বের হন।
কিন্তু রাতে আর তিনি ঘরে ফিরে আসেননি। সোমবার সকালে বাড়ির কাছে একটি গাছে তার ঝুলন্ত মৃতদেহ দেখা যায়।
স্থানীয়দের ধারণা পারিবারিক কলহের জেরেই হয়তো এই ঘটনা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। হোমগার্ডের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।