স্টাফ রিপোর্টার, সাব্রুম, ২৩ জুলাই।। শনিবার দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের লাল টিলায় বিদ্যুৎ সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। সঞ্জীব ত্রিপুরা (৩৪), হৃদয় ত্রিপুরা (১৬) এবং উপেন্দর ত্রিপুরা (২৭) – মনবাজার থানার চালতাছড়ির বাসিন্দা ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শী একজন জানান, স্থাপনার কাজ প্রায় শেষ এবং আজ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় 11000kv বিদ্যুৎ সঞ্চালন লাইনে ১৪ মিটার লম্বা খুঁটি পড়ে যায়। তিন যুবক খুঁটি ধরে রাখার চেষ্টা করছিল এবং হাই টেনশন লাইন তাদের উপর পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজনই দগ্ধ হন।
অন্য একজন শ্রমিক কোনোভাবে বেঁচে গেছে। ঘটনার পর স্থানীয় বিধায়ক শঙ্কর রায় হাসপাতালে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। রবিবার ময়নাতদন্ত শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে সূত্র জানায়।
বিধায়ক বলেছেন, ময়নাতদন্তের পর নিহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হবে। পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গেছে, কাজগুলো বাস্তবায়নের প্রধান প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড।
যাইহোক, পাওয়ার গ্রিড সুপ্রীম নামে আরেকটি কোম্পানিকে দায়িত্ব দেয় যেটি আবার স্থানীয় ঠিকাদার বিকাশ মল্লকে কাজ সম্পাদনের জন্য নিযুক্ত করে। আজ মারা যাওয়া হতভাগ্য শ্রমিকরা মল্লর অধীনে কাজ করছিলেন।