অনলাইন ডেস্ক, ২১ জুলাই।। সেলিব্রিটি কিডস হওয়ার সুবাদে প্রায়ই সংবাদের শিরোনামে আসেন ইরা খান। বাবা আমির খানের সঙ্গে বিশেষ মুহূর্ত, জন্মদিন উদ্যাপন বা পুরুষ সঙ্গীর সঙ্গে একান্ত সময়— মিডিয়ার আলো থেকে এর কোনোটাই বাদ পড়ে না।
কিছুদিন ধরে নূপুর শিখরের সঙ্গে প্রেম নিয়ে আলোচনায় আছেন ইরা। অবশ্য এ নিয়ে তাদের বিশেষ কোনো লুকোচাপাও নেই। তবে এ সম্পর্ক নিয়ে আজ পর্যন্ত আমির, ইরার মা রীনা বা পরিবারের কেউই মুখ খোলেননি।
সংবাদমাধ্যমগুলো বলছে, ইরা ও নূপুরের সম্পর্ক নিয়ে বুধবার সকাল থেকে নতুন জল্পনার শুরু হয়েছে। এবার নাকি খান পরিবারে সানাই বাজতে চলেছে। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ইরা।
আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই, তবে সাংবাদিকদের ঘুম হারাম করেছে মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় ইরার শেয়ার করা একটি ছবি। যেখানে মধ্যমণি ইরার দাদী। পাশে প্রেমিক নূপুর শিখরকে নিয়ে বসে আছেন ইরা। সেই ছবি থেকেই তৈরি হয়েছে হাজারো প্রশ্ন।
তবে কি বিয়ে করতে চলেছেন আমির-কন্যা? সেই প্রশ্নের আপাতত কোনো উত্তর নেই। সময়ই দেবে সব জবাব। ইতোমধ্যে ইরার ভাই জুনায়েদ নিজের প্রথম ছবির জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।
ঐতিহাসিক ঘটনার ওপর নির্মিত ছবিতে নায়ক হচ্ছেন তিনি। এর আগে বাবার সিনেমার সহকারীর পরিচালক ছিলেন জুনায়েদ। অন্যদিকে ইরা ক্যারিয়ার গড়েছেন ভিন্নদিকে। থিয়েটারে নির্দেশক হিসেবে পাওয়া গেছে তাকে।