রিয়াং শরণার্থীদের পুনর্বাসন প্রক্রিয়ার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে : মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ জুলাই।।
ত্রিপুরায় রিয়াং শরণার্থীদের পুনর্বাসন প্রক্রিয়ার কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে দ্রুত সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে রিয়াহ (ব্রু) নেতৃত্ব স্থানীয় প্রতিনিধি, সরকারি আধিকারিক সহ স্থানীয় লোকদের সার্বিক সহযোগিতা নিয়ে রিয়াং (ব্রু) পুনর্বাসন প্রক্রিয়াটি সংশ্লিষ্ট দপ্তরকে মিশন মুড়ে সম্পন্ন করতে হবে।

আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহার পৌরোহিত্যে রাজস্ব দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে রিয়াং (ব্রু) শরণার্থীদের পুনর্বাসন প্রক্রিয়ার বর্তমান অবস্থা নিয়ে পর্যালোচনায় মুখ্যমন্ত্রী একথা বলেন। সভায় মুখ্যসচিব জে কে সিনহা, রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনীত আগরওয়াল, রাজস্ব দপ্তরের অতিরিক্ত সচিব প্রদীপ আচার্য সহ দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

সভায় রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনীত আগরওয়াল জানান, ভারত সরকারের নির্দেশমূলে আগামী ৩১ আগস্ট, ২০২২-এর মধ্যে রিয়াহ্ (ব্রু) শরণার্থীদের পুনর্বাসন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনও শরণার্থী পরিবার পুনর্বাসন প্রক্রিয়ায় নিজেদের অন্তর্ভুক্ত না করে তাহলে পরবর্তীতে তারা তাদের সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হবে।

তাই ৩১ আগস্ট, ২০২২-এর মধ্যে অবশ্যই সমস্ত রিয়াং শরণার্থীদের এই পুনর্বাসন প্রক্রিয়ায় নিজেদের তালিকাভুক্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। সভায় রাজস্ব দপ্তরের প্রধান সচিব জানান, ত্রিপুরায় আশ্রিত মোট ৬,১৫৯টি রিয়াং (ব্রু) শরণার্থী পরিবারের মোট ৩৭,১৩৬ জন রয়েছে। তাদের স্থায়ী পুনর্বাসনের জন্য রাজ্যের মোট ১২টি জায়গা চিহ্নিত করা হয়েছে।

এখন পর্যন্ত ৩,১৪৫টি পরিবারের পুনর্বাসনের কাজ চলছে। এরমধ্যে ১,৪৭৭টি পরিবারের ঘর নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। তিনি জানান, ১,১৮৯ রিয়াং (ব্রু) পরিবারের তালিকা ইতিমধ্যে পাওয়া গেছে। যাদেরকে চিহ্নিত জায়গাগুলিতে পুনর্বাসন দেওয়া হবে।

বাকি ২,৬২৫টি পরিবার কোন স্থানে স্থায়ীভাবে পুনর্বাসন নেবে তার তালিকা দ্রুত দেওয়ার জন্য রিয়া (ব্রু) নেতৃত্বদের কাছে বলা হয়েছে। এক্ষেত্রে প্রশাসন থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রধান সচিব জানান, ভারত সরকার, ত্রিপুরা ও মিজোরাম সরকার এবং শরণার্থীদের সংগঠন রিয়াং (ব্রু) অর্গানাইজেশনের মধ্যে চুক্তি অনুসারে যেসব সুবিধা রিয়াং (ব্রু) শরণার্থীরা বর্তমানে পাচ্ছেন সেই বিষয়েও সভায় আলোকপাত করেন।

তিনি আরও জানান, রিয়াং (ব্রু) পুনর্বাসন কেন্দ্রগুলিতে রাস্তা বিদ্যুৎ পরিশ্রুত পানীয়জল, স্বাস্থ্য পরিষেবা প্রভৃতির সুবিধা থাকবে। তিনি জানান, রিয়াং (ব্রু) আর্থিক সহায়তা ডিবিটির মাধ্যমে দেওয়া হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *