প্রাপ্তবয়স্ক ভিডিও অনলাইনে বিনিময় করে টাকা উপার্জন করছে এই যুবতী

অনলাইন ডেস্ক, ৪ জুন।। প্রত্যেকেই চায় জীবনের সমস্ত শখ পূরণ করতে এবং সেই সমস্ত কিছু পূরণ করতে দরকার পড়ে অর্থর। তবে ব্যাপার হলো সেখানেই যে সেই স্বপ্ন পূরণ করতে মানুষ কি করে টাকা উপার্জন করছে। আজকাল টাকা উপার্জন করার কোনো মাথামুণ্ডু নেই, সেটাই এবার প্রমাণিত হলো একটি ঘটনায়।

যেটা আপনিও কখনো স্বপ্নেও ভাবতে পারবেন না। ঘটনাটি জানলে আপনার মনে হতেই পারে যে এইরকম একটি কাজ করে কিভাবে বা এত এত টাকা রোজগার করা যায়। কিন্তু সব থেকে বড় ব্যাপার হল এই ঘটনার সঙ্গে যে যুবতী যুক্ত তাঁর যদি কাস্টমার লিস্ট দেখা হয় তাহলে আপনি অবাক হয়ে যেতে পারেন।

এখন এই সমস্ত ঘটনা দেখে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে আজকালকার দিনে কি মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এই সমস্ত কাজের বিনিময়ে টাকা একদিকে রোজগার করছে অন্যদিকে টাকা লুটাচ্ছে? এই অদ্ভুত ঘটনার সঙ্গে জড়িত স্টেফনি নামের একজন যুবতী, সে বিভিন্ন রকম প্রাপ্তবয়স্ক ভিডিও তৈরি করে অনলাইনে বিনিময় করে যার বদলে সে অনেক টাকা রোজগার করতে পারে।

কখনো সে টাকা উপার্জন করার জন্য এ’ক্স রে’টে’ড ওয়েবসাইটে নানান রকমের ছবি তুলে সেগুলোকে বিক্রি করে, আবার দেখা গেছে যে নিজের শরীর থেকে নির্গত বায়ুকে বোতলে ভরে সেটাও বিক্রি হচ্ছে এবং সবথেকে অবাক করা বিষয় হলো এই যুবতীর ফ্যানেরাও তাঁর অদ্ভুত অদ্ভুত কান্ড গুলোকে পছন্দ করে।

যে যেরকম চায় স্টেফনি সেই মতই কাজ করে। এবার একেবারেই যেন সমস্ত কিছুর ওপর দিয়ে চলে গেছে কারণ এবার সে টাকা উপার্জন করার জন্য বিক্রি করেছেন স্ত’নে’র ঘাম। এবং এই ভিডিওটি তিনি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের শেয়ার করেছেন এক বোতল ঘাম ভরে বিক্রি করেছেন ৫০০ ডলারে।


তিনি জানিয়েছেন প্রত্যেকদিন ৫-১০ বোতল ঘাম বিক্রি করেন এবং এই দশ বোতল ঘান তৈরি করার জন্য তেল মেখে সানগ্লাস পড়ে প্রত্যেকদিন চড়া রোদ সে শুয়ে থাকেন সেই সময় তাঁর পরনে কিছুই থাকেনা। থাকাকালীন তাঁর স্ত’নে’র ঘাম তৈরি হলে সেটা বোতলে ভরে তাঁর ভক্তদের কাছে বিক্রি করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *