নতুন অভিনেত্রীদের সঙ্গে ঠিক কেমন ব্যবহার করে বলিউড?

অনলাইন ডেস্ক, ৩ জুন।। নতুন অভিনেত্রীদের সঙ্গে ঠিক কেমন ব্যবহার করে বলিউড? এ প্রশ্নের উত্তর বারবারই মিলেছে টিনসেলনগরীর বিভিন্ন প্রজন্মের অভিজ্ঞতায়। বারবারই উঠে এসেছে অসম্মান, অশালীন আচরণ, কু-ইঙ্গিতের অভিযোগ। সেই তালিকাতেই নাম জুড়ল অনন্যা পাণ্ডের।

বলিউডে নিজের শুরুর দিনগুলোর কথা টেলিভিশনের একটি চ্যাট শো-তে শেয়ার করেছেন চাঙ্কি পাণ্ডের কন্যা। তাকে নাকি বারবারই অস্ত্রোপচার করে স্তন ভারী করার কথা বলা হত সে সময়ে।

অনন্যার কথায়, ’ক্যারিয়ারের প্রথম দিকে অনেকটাই অসম্মানিত হতে হয়েছিল আমাকে। বারবারই শরীর নিয়ে শুনতে হত অশালীন মন্তব্য। আমার স্তন চোখে পড়ার মতো নয়, তা বারবারই আকারে ইঙ্গিতে বলা হত। অনেকেই বলতেন, একটু চেহারাটা ভারী কর, ওজন বাড়াও। কসমেটিক সার্জারি করিয়ে মুখের সৌন্দর্য বাড়ানোর পরামর্শও আসত একইভাবে’।

আর ঠিক সেখানেই আপত্তি ‘গেহরাঁইয়া’র অভিনেত্রীর। তার বক্তব্য, ’শুধু কি স্তন কিংবা কোমরের মাপই আমার পরিচয়? এর বেশি কি আর কিছু নেই আমার? কাউকে তার শরীর দিয়ে বিচারের চেয়ে খারাপ আর কিছু হতে পারে না’।

মুম্বাই সংবাদমাধ্যমের খবর, অতীতেও রোগা চেহারা নিয়ে কটাক্ষের মুখে পড়েছিলেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’-এর অভিনেত্রী। অনন্যা এর আগেও জানিয়েছিলেন, অভিনয়ে আসার আগে বাবা-মায়ের সঙ্গে হেঁটে গেলে তাকে শুনতে হত, ‘ছেলেদের মতো সবটা সমান’ কিংবা ‘ফ্ল্যাট স্ক্রিন’ জাতীয় কুৎসিত মন্তব্য।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *