ইউক্রেন থেকে দুই লাখ শিশুকে জোরপূর্বক রাশিয়ায় নেওয়ার অভিযোগ জেলেনস্কির

অনলাইন ডেস্ক, ২ জুন।। ইউক্রেন থেকে দুই লাখ শিশুকে জোরপূর্বক রাশিয়ায় নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আলজাজিরার।

জেলেনস্কি বলেন, বিভিন্ন এতিমখানা এবং যেসব শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাদের জোর করে রাশিয়ায় নেওয়া হয়েছে। এরপর বিশাল ওই দেশের বিভিন্ন জায়গায় তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে।

উদ্দেশ্য শুধু চুরি নয়, বরং নির্বাসিত এই শিশুরা যাতে ইউক্রেনের বিষয়ে ভুলে যায় এবং দেশে আর ফিরতে না পারে এটাও রাশিয়ার উদ্দেশ্য।

আন্তর্জাতিক শিশু দিবসে বুধবার রাতে জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘যারা এর জন্য দায়ী তাদের ইউক্রেন শাস্তি দেবে। তবে প্রথমে যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে দেখানো হবে যে, ইউক্রেনকে জয় করা যাবে না, আমাদের জনগণ আত্মসমর্পণ করবে না এবং আমাদের সন্তানরা দখলদারদের সম্পত্তিতে পরিণত হবে না।’

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এই যুদ্ধে ২৪৩ জন শিশুকে খুন করা হয়েছে। ৪৪৬ জন আহত হয়েছে এবং ১৩৯ জন নিখোঁজ হয়েছে। এই সংখ্যা বেশি হতে পারে উল্লেখ করে তিনি বলেন, রুশ সৈন্যদের নিয়ন্ত্রিত এলাকার পরিস্থিতির পুরো চিত্র সরকারের কাছে নেই।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *