স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ জুন।। আবারও রেল লাইনে ঝাপ দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে আগরতলায় সুভাষনগর রেলব্রিজের কাছে। নিহত ব্যক্তির নাম মণিন্দ্র দাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির বাড়ি সুভাষবগর এলাকাতেই।
এদিন সকালের ট্রেনটি যখন আগরতলা স্টেশন থেকে ধর্মনগরের দিকে যাচ্ছিল তখন ওই ব্যক্তি রেলে কাটা পড়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।
মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একটি সূত্রে জানা গিয়েছে পারিবারিক বিবাদের জেরে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।