স্টাফ রিপোর্টার, চুরাইবাড়ি, ২ জুন।।
ধর্ষণের পর নাবালিকাকে হত্যার সন্দেহ এলাকাবাসীর। উধাও সন্দেহভাজন মহিলা। গত ৩১ মে চুরাইবাড়ি থানা এলাকায় নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছিল বাড়ির কাছে পাথর ভাঙার জায়গায় পুকুরে। মেয়েটি ওই জায়গায় কাজ করতো।
মেয়ের পরিবারের অভিযোগ অপর মহিলা নাবালিকাকে জোরপূর্বক বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। কিছু সময় পর তারা জানতে পারেন নাবালিকা জলে ডুবে মারা গেছে। এলাকাবাসী সহ তার পরিবারের সন্দেহ নাবালিকাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। তাদের মতে, যে মহিলাকে নাবালিকাকে ডেকে এনেছে তার ঘরেই ঘটনাটি ঘটে।
পরে কম্বল জড়িয়ে নাবালিকার মৃতদেহ পুকুরের জলে ফেলে দিয়েছে। কারণ নাবালিকা সাঁতার জানে। হাঁটু সমান জলে কিভাবে সাঁতার জানা নাবালিকার মৃত্যু হতে পারে ? প্রশ্ন এলাকাবাসীর। দাবী উঠেছে পুলিশ যাতে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করে।