তারুণ্য ধরে রাখতে যা খুশি খেতে রাজি কিম

অনলাইন ডেস্ক, ২ জুন।। মডেল-কাম-রিয়েলিটি টিভি মোগল কিম কারদাশিয়ানের বয়স এখন ৪১ বছর। এবার তিনি নিজের বয়স নিয়ে টেনশনে পড়ে গেলেন। আর তাই নিউইয়র্ক টাইমসের কাছে অবলীলায় স্বীকার করলেন, তারুণ্য ধরে রাখতে তিনি যা খুশি খেতে রাজি। হোক না সেটা বিষ্ঠা। “আপনি যদি সত্যি সত্যি বলেন যে, বয়স ধরে রাখতে আমাকে প্রতিদিন ‘পুপ’ খেতে হবে, আমি তাই করবো। অবশ্যই খাবো”- বলেন তিনি।

কিমের নিজস্ব একটি বিউটি লাইন আসতে চলেছে বাজারে। এসকেকেএন। ক্লিনজার, টোনার, এক্সফোলিয়েটর থেকে শুরু করে ৯ ধরনের আইটেম আছে তাতে। পুরো সেটের দাম ৬৩০ ডলার। নিউইয়র্ক টাইমসকে জানালেন, তিনি নিজে এর সবকটা আপাদমস্তকে ব্যবহার করেন।

সাক্ষাৎকারে অবশ্য এটা নিশ্চিত করে বলেছেন তার বিউটি প্রডাক্টগুলোতে বিশেষ সেই উপকরণ ওরফে বিষ্ঠা জাতীয় কিছু ব্যবহার করা হয়নি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *