স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ২ জুন।। গত ৩১ জানুয়ারি ধর্মনগর রাধাপুর গ্রামের দুই নং ওয়ার্ডের সাগর নাথের ছেলে শুভ নাথের(আড়াই বছর বয়স) মৃত্যু হয়। ওই সময় শিশুর পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ করা হয়নি। তাই মৃত শিশুর বাবা সাগর নাথ ময়নাতদন্ত ছাড়াই শিশুকে হাসপাতাল থেকে বাড়িতে এনে ধর্মীয় রীতি অনুযায়ী মাটিতে চাপা দেন।
কিন্তু প্রায় চার মাস পর এলাকাবাসী একটি চিঠি পেয়ে প্রশাসনের দ্বারস্থ হন। ওই চিঠিতে লেখা ছিল পরিকল্পিতভাবে শিশুটিকে হত্যা করে জলে ফেলা হয়েছে। তাই এলাকাবাসীর সন্দেহ হওয়ায় পুনরায় ঘটনার তদন্ত শুরু হয়।
বৃহস্পতিবার ধর্মনগর থানার পুলিশ মাটি খুঁড়ে শিশুটির কঙ্কাল উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসে। ফরেনসিক ল্যাবে পাঠানো হবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।