চিরকালের জন্য থেমে গেল বিখ্যাত কেকে’র সুর

অনলাইন ডেস্ক, ১ জুন।। ‘হাম রহে ইযা না রহে কাল, কাল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল’ – বিখ্যাত গায়ক কেকে’র  গলায় শোনা সকলের প্রিয় একটি গান। বলিউডের তারকা গায়ক কৃষ্ণকুমার কুনাথ কলকাতার এক কনসার্টে গান গাওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেছেন।

তিনি শ্রোতাদের কাছে তিনি কেকে নামে পরিচিত। তার বয়স হয়েছিল ৫৪।

আনন্দবাজার পত্রিকার অনলাইনে বলা হয়, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে মঙ্গলবার রাত ৯টায় তাকে মৃত ঘোষণা করা হয়।

চিকিৎসকরা ধারণা করছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। তার মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

কেকে’র প্রয়াত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম জানান আরেক সংগীত পরিচালক অমিত কুমারের স্ত্রী রিমা গাঙ্গুলি। সে খবর ছড়াতে সময় নেয়নি। একে একে তারকারা শোক জানাতে থাকেন।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী অরুপ বিশ্বাস বলেন, গায়ক অনুপম রায় মাত্রই আমাকে ফোন দিয়ে এ খবর জানিয়েছে। আমি হাসপাতালে যোগাযোগ করেছি। হাসপাতাল থেকে বলেছে, তাকে মৃত অবস্থায় সেখানে নিয়ে যাওয়া হয়। আমি দ্রুতই হাসপাতালে ছুটে যাই।

কেকে’র জন্ম ও বেড়ে ওঠা দিল্লিতে। ১৯৯৯ সালে ‘পাল’ অ্যালবাম দিয়ে যাত্রা শুরু করেন তিনি। প্রথম অ্যালবামের ‘হাম রাহে ইয়া না রাহে কাল’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। ওই বছরই হাম দিল দে চুকে সানাম সিনেমার ‘তাড়াপ তাড়াপ’ গানটি তাকে রাতারাতি খ্যাতি এনে দেয়।

এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। জারা সা দিলমে, তুহি মেরি সাব হে, ক্যায়া মুঝে পেয়ার হে, আলবিদা, পিয়া আয়ে না’র মতো একের পর এক সব গান দিয়ে মাতিয়ে রেখেছিলেন বলিউডকে।

কেকে’র বলিউডের গানগুলো ভারত ছাপিয়ে উপমহাদেশজুড়েই জনপ্রিয় হয়ে উঠেছিল। তবে হিন্দি ছাড়াও বাংলা, তামিল, কন্নড়, মালয়ালাম, মারাঠি, অসমীয়া ভাষাতেও জনপ্রিয় অনেক গান উপহার দিয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন গায়ক অনুুপম রায়। তিনি বলেন, “এই খবরটা বিশ্বাস করতে পারছি না।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকপ্রকাশ করে লিখেছেন, “বিখ্যাত গায়ক KK-র মৃত্যুতে শোকাহত।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *