কৈলাসহরে নাশকতার আগুনে ভস্মীভূত অসহায় পরিবারের বসতঘর

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ১ জুন।। মঙ্গলবার গভীর রাতে কৈলাসহর নুনছড়া এলাকায় কর্ণজয় রিয়াংয়ের বাড়িতে কে বা কারা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।

ঘটনার সময় পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। ঘরে আগুন দেখতে পেয়ে কোনও রকমভাবে নিজেদের প্রাণ রক্ষা করেন তারা। কিন্তু আগুন থেকে ঘরের কিছুই রক্ষা করা যায়নি। দমকল বাহিনীর লোকজন খবর পেয়ে সেখানে গিয়ে কোনরকম আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এলাকার লোকজন রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন নাশকতার ঘটনায়।

ক্ষতিগ্রস্ত পরিবারটি অসহায় হয়ে পড়েছে। এলাকার লোকজন দাবী করেন অবিলম্বে পুলিশ যাতে এই ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা করে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *