অনলাইন ডেস্ক, ১ জুন।। অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। এদিকে মন্দির নির্মাণের প্রথম পর্যায়ের কাজ শেষ হলে বুধবার থেকে দ্বিতীয় পর্যায়ের গর্ভগৃহ নির্মাণের কাজ শুরু হবে। এই উপলক্ষে গর্ভগৃহের প্রথম পাথরটি স্থাপন করা হবে।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সভাপতি নৃত্য গোপাল দাস, সাধারণ সম্পাদক চম্পত রাই এবং প্রায় ২৫০ জন সাধু, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। প্রথম পাথর বসানোর পর ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে গর্ভগৃহের কাজ শেষ হবে এবং ২০২৪ সালের জানুয়ারিতে মকর সংক্রান্তির দিন রামলালাকে তাঁর মন্দিরে স্থাপন করা হবে বলে মনে করছে বিশিষ্ট মহল।
রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ২০১৯ সালের ৯ নভেম্বর হতে পারে, কিন্তু মন্দির নির্মাণের প্রস্তুতি শুরু হয় ১৯৮৯ সাল থেকে। ১৯৮৯ সালে রাম ভক্তদের কাছ থেকে শিলা পূজা/শিলা ন্যাস দিয়ে প্রথম ইট দাবি করা হয়। পরের বছর, ১৯৯০ সালের সেপ্টেম্বরে, অযোধ্যায় ভিএইচপি-র একটি কর্মশালা স্থাপন করা হয়। এই কর্মশালায় গোলাপি পাথর নিয়ে মন্দির নির্মাণের জন্য পাথর খোদাই করার কাজ শুরু হয়। আগের রামমন্দিরের নকশা অনুযায়ী, সিদ্ধান্ত গ্রহণের সময় পর্যন্ত ৬০ থেকে ৬৫ শতাংশ কাজ শেষ হলেও রাম মন্দিরের পক্ষে সুপ্রিম কোর্টের রায়ের পর নকশা পরিবর্তন করে মন্দিরের কাঠামো বড় করা হয়। এমন পরিস্থিতিতে এখন ৪০ শতাংশ পাথরের কাজ শেষ হয়েছে।
গোলাপি পাথর দিয়ে তৈরি হচ্ছে রাম মন্দিরের গর্ভগৃহের কাজ বুধবার থেকে শুরু হবে। এই গোলাপি বালি পাথরগুলি রাজস্থানের ভরতপুরের বংশী পাহাড় থেকে এসেছে, তাদের উপর নগর শৈলী শিল্পকর্ম খোদাই করা হচ্ছে, আগে এই পাথরগুলির কাজ পুরোপুরি হাতে কলমে করা হয়েছিল, কিন্তু এখন যেহেতু মন্দির নির্মাণের কাজটি ত্বরান্বিত হয়েছে, এখন মেশিনগুলি ব্যবহার করা হচ্ছে। মন্দিরের পুরানো নকশাটি উচ্চতায় ১২৮ ফুট, প্রস্থে ১৪০ ফুট এবং দৈর্ঘ্যে ২৫৫ ফুট হতে হবে। তবে নকশা বদলের পর এবার মন্দিরের উচ্চতা হবে ১৬১ ফুট, প্রস্থ হবে ২৫৫ ফুট এবং দৈর্ঘ্য হবে ৩৫০ ফুট। মন্দিরে মোট ৪ লক্ষ কিউবিক ফুট পাথর বসানো হবে। এর আগে নকশা হতে হতো ১ লাখ ৭৫ হাজার ঘনফুট পাথর।