মার্কেট স্টলে উদ্ধার ২০০ বস্তা রেশনের চাল, তদন্তের স্বার্থে স্টল সিল করলো প্রশাসন

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১ জুন। তেলিয়ামুড়া চাকমাঘাটের রেশন ডিলারের নামে মঙ্গলবার সন্ধ্যায় খাদ্য দফতরের স্টোর থেকে ২০০ বস্তা রেশনের চাল বের হয়েছিল। সেই চাল রেশন দোকানের বদলে মজুত করা হয় অনতিদূরে মার্কেট স্টলে।

বুধবার ডিসিএম অমিত রায় চৌধুরী এবং খাদ্য দফতরের আধিকারিক ওই জায়গায় হানা দেন। রেশন ডিলারের দাবি জায়গা সঙ্কুলান না হওয়ায় সেখানে চাল রেখেছিলেন। কিন্তু প্রশাসনিক আধিকারিকরা তদন্তের স্বার্থে চাল সহ মার্কেট স্টলের দোকান ঘর সিল করে দিয়েছেন।

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন মহকুমায় রেশন সামগ্রী পাচারের অভিযোগ উঠছে। প্রশাসনের তরফ থেকে তেমন কোন তৎপরতা নজরে আসেনি। তেলিয়ামুড়ায় আজকের ঘটনায় জনমনে কিছুটা স্বস্তি এসেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *