আইন হাতে তুলে নিচ্ছে একাংশ অটো চালকরা, সেনা জওয়ানকে মারধর

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ জুন।। খোদ পুলিশ বলছে, আইন হাতে তুলে নিচ্ছে অটো চালকরা, চলছে জোরপূর্বক অর্থ আদায়ও। সেনা জওয়ান আটক হতেই পর্দাফাঁস।

শহরের পুরনো মোটরস্ট্যান্ডে একাংশ অটো চালক নিজেদের সমাজসেবী বলে পরিচয় দিয়ে নেশা সামগ্রী সহ লোকজনকে আটক করছে। তারা অভিযুক্তদের কাছ থেকে অর্থ আদায় করে। আবার টাকা না দিলে পুলিশের হাতে তুলে দেয় বলে অভিযোগ।

মঙ্গলবার অটো চালক একজন সেনা জওয়ানকে ধরে মারধর চালায়। ওই ব্যক্তি নাকি নেশা কারবারি বলে তারা পুলিশকে বলেছিল। এদিনই পূর্ব থানায় গিয়ে দেখা যায় আরও এক যুবককেও প্রচণ্ডভাবে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই যুবকের স্ত্রী জানান তাকে ফোন করে ৫০ হাজার টাকা দিতে বলা হয়েছিল। টাকা দিলে নাকি তার স্বামীকে ছেড়ে দেওয়া হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *