স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ১ জুন।। জিরানিয়া থানাধীন এসএম কলোনি এলাকার সন্ধ্যারানী কর্মকার হত্যাকাণ্ডে পুলিশ তার জামাতা শংকর দেবনাথকে গ্রেফতার করেছে।
গত ২৬ মে রহস্যজনক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয়েছিল। ঘটনার ছয় দিনের মাথায় পুলিশ অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই খুন হয়েছিলেন সন্ধ্যারানী কর্মকার। ধৃত ব্যক্তির কঠোর শাস্তির দাবী জানিয়েছেন এলাকার লোকজন।
প্রসঙ্গত, পারিবারিক বিবাদের ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে মা বাবার উপর নির্যাতন, ভাইয়ের সাথে ভাইয়ের বিবাদ। এসব ঘটনা সমাজ ব্যাবস্থাকে রীতিমতো কলুষিত করছে।