পুলিশ কর্তার সামনে হামলা, শাসক দলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে পথ অবরোধ

স্টাফ রিপোর্টার, কমলপুর, ১ জুন।। সুরমার বাম প্রার্থী অঞ্জন দাসের মনোনয়নপত্র জমার মিছিলে হাঁটার জেরে বাম কর্মী উৎপল দাসের দোকান ভাঙচুর করা হয় মঙ্গলবার রাতে। কমলপুর মানিকভান্ডার বাজারে এই ঘটনার প্রতিবাদে বুধবার সকালে কমলপুর-আমবাসা সড়ক অবরোধ করে সিপিআইএম নেতা-কর্মীরা। হামলার অভিযোগ বিজেপি’র বিরুদ্ধে।

অবরোধের খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছে। অবরোধকারীদের সাথে কথা বলে। অনেক বুঝিয়ে অবরোধ আন্দোলন প্রত্যাহার করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ গতকাল সিপিএমের মিছিলে অংশ নেয়ায় উৎপল দাসের দোকানে হামলা করা হয়েছে।

পুলিশ প্রশাসনের তরফ থেকে তেমন কোন তৎপরতা নজরে আসেনি তাই অবরোধ আন্দোলন সংগঠিত করা হয়েছে। অবরোধের ফলে প্রচুর সংখ্যক গাড়ি আটকা পড়েছিল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *