স্টাফ রিপোর্টার, পানিসাগর, ১ জুন।। বুধবার ভোর পাঁচটা নাগাদ পানিসাগর থানাধীন বালুছড়াতে ১২ চাকার লরি এবং কন্টেইনার গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে কন্টেইনার গাড়ির চালক আব্দুর রহিম চৌধুরী(৩৭) ঘটনাস্থলে মারা যান। তার বাড়ি আসামের কাছার জেলার লক্ষ্মীপুর এলাকায় । অপর চালক দীপক দাসকে উদ্ধার করে পানিসাগর মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।
দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছে এবং মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে। দূর্ঘটনায় দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।