স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৩১ মে।। বিদ্যুৎ মন্ত্রীর এলাকায় দেড় বছরেও মেলেনি বিদ্যুৎ সংযোগ চড়িলাম থালাভাঙ্গা এলাকার মিনতি দাস ২ বছর আগে নতুন বাড়ি নির্মাণ করেছিলেন। তার কিছুদিন পর তিনি বিশ্রামগঞ্জ বিদ্যুৎ নিগম অফিসে গিয়ে বিদ্যুৎ সংযোগের আবেদন জানান। তাকে বলা হয়েছিল বিদ্যুৎ সংযোগ দিতে গেলে ২০ হাজার টাকা লাগবে। তাই তিনি পরবর্তী সময় পঞ্চায়েতের দ্বারস্থ হন।
পঞ্চায়েত থেকে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে সেই চিঠি পাঠানো হয় নিগম অফিসে। কিন্তু আজ পর্যন্ত মিনতি দাসের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। ৮০ টাকা লিটার কেরোসিন কিনে পরিবারটি কোনও রকমে বেঁচে আছে। অবিলম্বে বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবী উঠেছে।