স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ৩১ মে।। ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায় একের পর এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছে বেসরকারী বিদ্যুৎ সংস্থা ফিডকো কোম্পানির কর্মকর্তারা।গন্ডাছড়া মহকুমার বিভিন্ন স্থানে ভেঙে পড়ছে বৈদ্যতীন খুটি। ছিঁড়ে পড়ছে তড়িৎবাহিত তার। কোথাওবা গা হেলিয়ে রয়েছে বৈদ্যতীন খুটি শুধু মাটিতে পড়ার অপেক্ষা। ভয়ে আতঙ্কে মহকুমার লোকজন।
প্রসঙ্গত দেড় বছর পূর্বে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার বিদ্যুৎ পরিচালনা সহ রক্ষনাবেক্ষনের দায়িত্ব হাতে তুলে নেয় বেসরকারী বিদ্যুৎ কোম্পানি ফিডকো। দায়িত্ব নেওয়ার পর থেকেই গোটা মহকুমায় বিদ্যুতের ক্ষেত্রে এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। গোটা মহকুমায় বিদ্যুতের খুটিগুলি নড়বড়ে অবস্থা। ঝুলে রয়েছে বিদ্যুতের তার যখন তখন বিদ্যুৎ লাইন কেটে দেওয়া। স্থানীয় বিদ্যুৎ অফিসে গিয়েও সঠিক সময়ে পাওয়া যাচ্ছে না অফিস কর্মীদের।
সম্প্রতি একটি বিদ্যুতের খুটি ভেঙে পড়ে একটি মোটর বাইক ক্ষতিগ্রস্ত হলেও প্রাণে রক্ষা পায় বেশ কয়েকজন মানুষ সহ একটি দোকান। এতবড় একটি ঘটনা ঘটলেও ঘটনার ব্যাপারে বেহদিশ বিদ্যুৎ দপ্তর। ক্ষোভে ফুসছে সাধারণ মানুষ। ঘটনাটি ঘটেমহকুমার পুরাতন ব্লকের পাশে।
প্রত্যক্ষ দর্শী গৌতম দাস জানান সম্প্রতি একটি ঝড়ো হাওয়ায় পুরাতন ব্লকের পাশে একটি দোকানের সামনের একটি বিদ্যুৎ চালিত খুটি হুড়মুড় করে ভেঙে পড়ে। দোকানের সামনে থাকা লোকজন টের পেয়ে দৌড়ে সরে গিয়ে প্রাণ বাঁচান। কিন্তু খুটিটি দোকানের সামনে থাকা একটি বাইকের উপর পড়ে। এতে সম্পূর্ণ বাইকটির ক্ষতি হয়। উক্ত স্থানেই আরো একটি বিদ্যুৎ খুটি পড়ার অপেক্ষায় রয়েছে। যেকোনো সময় ওই খুঁটিটি পড়ে বড় দুর্ঘটনা ঘটাতে পারে। কিন্তু বেহদিশ বিদ্যুৎ দপ্তর। মহকুমার বিদ্যুৎ লাইন, খুটি গুলি মেরামত করার দাবী তুলেছে সাধারণ মানুষজন।