স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ মে।। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এক আদেশে স্টেট লেভেল মিডিয়া সার্টিফিকেশন এন্ড মনিটরিং কমিটি (এমসিএমসি) পুনর্গঠন করেছেন। পুনর্গঠিত কমিটির চেয়ারপার্সন হবেন মুখ্যনির্বাচন আধিকারিক, ত্রিপুরা।
সদস্য হবেন ভারতের নির্বাচন কমিশন নিযুক্ত কোন একজন অবজারভার, রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা, ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এর বরিষ্ঠ আধিকারিক, দুরদর্শন কেন্দ্র, আগরতলা। সদস্য সচিব হবেন অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক, ত্রিপুরা। একইভাবে স্টেট লেভেল কমিটি অফ সার্টিফিকেশন ফর এডভারটাইজমেন্ট ও পুনর্গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারপার্সন হবেন অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক, ত্রিপুরা।
সদস্য হবেন ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার এবং স্টেশন ডিরেক্টর, প্রসারভারতী/এআইআর/ ডিডিকে আগরতলা। এই কমিটিতে একজন ইন্টারমিডিয়ারি এক্সপার্ট/ সোশাল মিডিয়া অন্তর্ভুক্ত করা হবে। মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে।