দিবালোকে সাত কৃষক পরিবারের কলা, আম, কাঁঠালের বাগান ধ্বংস করল দুষ্কৃতকারী, মামলা

স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ৩১ মে।। ভারতচন্দ্র নগর ব্লকের পাইখলা নাথ পাড়ায় জমি বিবাদ কে কেন্দ্র করে সাত কৃষকের আম কাঁঠাল কলা বাগান ধ্বংস করল দুষ্কৃতীরা। প্রকাশ্য দিবালোকে সাত কৃষক পরিবারের কলা, আম, কাঁঠালের বাগান ধ্বংস করে দুষ্কৃতকারী ।

ঘটনা বিলোনীয়া থানার অন্তগত ভারত চন্দ্র নগর ব্লকের পাইখলার নাথ পাড়ায়। জানা গেছে নাথ পাড়ায় মোট সাত পরিবারের প্রায় ২৫ জন লোক রয়েছে। প্রতিটি পরিবারের আইএর একমাত্র উৎস কৃষি কাজ । দীর্ঘ বছর ধরে পরিবারগুলি এখানেই রয়েছে।

গরীব কৃষক শ্রমিক নিজেরাই নিজেদের দখলকৃত জায়গায় কেহ কলা বাগান, কেহ অম্রপালি কেহবা কাঁঠাল বাগান করে আর্থিক দূরবস্থা দূর করার চেষ্ঠা শুরু করছে। এর আগেও তারা তাদের জায়গায় বিভিন্ন ফলের এবং রাবারের গাছ লাগায় কিন্তু তিন মাস পূর্বে ও এন জি সি তাদের দখলকৃত জায়গায় গ্যাসের সন্ধানে নেমে তাদের বাগান কেটে ফেলে তখন সাত পরিবারের কেহই বাঁধা দেয় নি। তাদের আশা ছিল গ্যাস পেলে গোটা এলাকার সাথে তাদেরও আর্থিক লাভ হবে। কিন্তু ও এন জি সির অনুসন্ধানে কিছুই না পাওয়ায় তারা ফিরে যায়। পরিত্যাক্ত জায়গায়টিতে আগের দখলকৃত সীমানা অনুযায়ী এলাকার সাত কৃ্ষি শ্রমিক পরিবার পুনরায় তাদের বাহারী ফলের বাগান তৈরীর কাজ শুরু করে গাছও প্রায় বড় হয়ে গেছে ।

গরীব পরিবার গুলির জমিতে কৃষি কাজ করে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। অভিযোগ রবিবার প্রকাশ্য দিবালোকে ফলের গাছগুলো দা দিয়ে কেটে মাটি থেকে উপড়ে ফেলে দেয় কিছু দুষ্কৃতিকারী। এলাকার সাত পরিবারের শিশু বৃদ্ধ, মহিলা পুরুষ খবর পেয়ে একসাথে নিজেদের বাগানে আসে, এদিকে দুষ্কৃতকারীরা এলাকা ছেড়ে পালায় বলে জানান স্থানীয় মানুষ। তাদের বক্তব্য এলাকার একটা দুষ্ট চক্র তাদের এই জমি দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে, একটা অশুভ শক্তি তাদের দূর থেকে মদত যোগাচ্ছে বলে কৃষকদের অভিযোগ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *