গ্যাস সিলিন্ডার সরবরাহকারী গাড়ি থেকে সাতশত কেজি গাঁজা সহ আটক চালক

স্টাফ রিপোর্টার, খোয়াই, ৩১ মে।। মঙ্গলবার সকালে বাইজালবারি ফারি থানা পুলিশের হাতে ধরা পড়ল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর গ্যাস সিলিন্ডার সরবরাহকারী গাড়ি থেকে সাতশত কেজি প্যাকেট বন্দি অবস্থায় শুকনো গাজা। যার আনুমানিক বহি রাজ্যে মূল্য 70 লক্ষ টাকার কাছাকাছি। এই গাজা উদ্ধারের ঘটনায় পুলিশ গাড়ির চালককে আটক করেছে। ধৃত গাড়িচালকের নাম আজাদুর রহমান তার বয়স 31 বাড়ি পানিসাগর এলাকায়।

ধৃত যুবকের বিরুদ্ধে খোয়াই থানার পুলিশ এনডিপিএস ধারায় একটি মামলা নিয়েছে। গাজা উদ্ধারের ঘটনা নিয়ে খোয়াই থানার ওসি উদ্যম দেববর্মা জানিয়েছেন AS 11CC 6715 নাম্বারের গাড়িটি শিলচর বৱখলা বটলিং প্লান্ট থেকে 324 টি গ্যাস সিলিন্ডার নিয়ে আসে তেলিয়ামুড়া ইউনাইটেড গ্যাস এসএসসির গোডাউনে। গাড়িটি থেকে ভর্তি গ্যাস সিলিন্ডার নামিয়ে খালি সিলিন্ডার গাড়িটিতে তুলে গাড়ী চালক সোমবার রাতে সিধাই থানাধীন হেজামারা এলাকায় চলে আসে তেলিয়ামুড়া থেকে। সারা রাত জুড়ে স্থানীয় গাজা কারবারিরা ওই গাড়িতে সাতশত কেজি গাঁজা তুলে খালি গ্যাস সিলিন্ডার গুলোকে সাজিয়ে রেখে দেয়।

মঙ্গলবার খুব ভোরে গাড়িটি গাজা নিয়ে হেজামারা থেকে খোয়াই হয়ে চোরাই বাড়ির দিকে রওনা দিয়েছিল। গাড়িটি খোয়াইয়ের সীমানায় প্রবেশ করার পর বাইজাল বাড়িতে গাড়িটিকে আটক করে পুলিশ। পরে গাড়িটিতে তল্লাশি চালালে সেখান থেকে বেরিয়ে আসে সাতশত কেজি প্যাকেট বন্দি অবস্থায় শুকনো গাজা। পুলিশের জেরার মুখে গাড়ির চালক জানিয়েছে চুড়াইবাড়ি পর্যন্ত এই গাজাগুলো পৌঁছে দেওয়ার জন্য তাকে 50000 টাকা দেওয়া হয়। পুরো ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *