স্টাফ রিপোর্টার, আমবাসা, ৩১ মে।। আগামী ২৩ শে জুন রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। মঙ্গলবার মনোনয়ন পত্র জমা করেন ৪৬ সুরমা বিধানসভা কেন্দ্রের CPIM প্রার্থী অঞ্জন দাস।
এদিন কমলপুর CPIM পার্টি অফিসের সামনে এক সমাবেশ শেষে লাল ঝান্ডা হাতে নিয়ে ব্যান্ডের তালে তালে মিছিল করে কমলপুর মহকুমা শাসকের নিকট মনোনয়ন পত্র জমা করেন CPIM প্রার্থী অঞ্জন দাস।
এদিন সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে CPIM রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন এই উপনির্বাচনের ফলাফলে ত্রিপুরায় সরকার পরিবর্তন হবেনা এটা আমরা সবাই জানি কিন্তু তারপরও এই নির্বাচন ত্রিপুরা রাজ্যের আগামী ভবিষ্যতের জন্য, রাজ্যের মানুষ আগামী দিন সুস্থভাবে বাঁচতে পারবে কি না, রাজ্যের অর্থনীতি, সংস্কৃতি, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে আসবে কি না এই চারটি উপনির্বাচনের ফলাফলে গভীরভাবে সম্পর্কিত ।