স্টাফ রিপোর্টার, খোয়াই, ৩১ মে।। খোয়াই বাইজালবাড়ি ফাড়ির পুলিশ গ্যাসের সিলিণ্ডারের গাড়িতে তল্লাশি চালিয়ে ৭০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করে। ধৃত লরি চালকের নাম আসাদুর রহমান(৩১), বাড়ি- পানিসাগর মহকুমায়। লরি থেকে ৭০০ কেজি গাঁজা উদ্ধার হয়।
হেজামারা থেকে সোমবার ওই লরিতে মজুত করা হয় বলে খবর। প্রসঙ্গত, নেশার রমরমা বাণিজ্য চলছে রাজ্যে। হেরোইনের মত নেশা সামগ্রী ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। নেশায় আসক্ত হয়ে পড়েছে বিশাল সংখ্যায় যুব সমাজ। নেশা সামগ্রী ক্রয়ের জন্য টাকা যোগাড় করতে গিয়ে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা দিনদিন বাড়ছে। সেই সাথে পারিবারিক আশান্তিও বাড়ছে। বহু সংসার তছনছ হয়ে যাচ্ছে।