বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতার রেলি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ মে।। বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতি বছর ৩১ মে তারিখে বিশ্বজুড়ে পালন করা হয়। বিশ্বজুড়ে ২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সমস্ত প্রক্রিয়া থেকে বিরত থাকাতে উৎসাহিত করার উদ্দেশ্যে দিবসটি প্রচলিত হয়েছে।

এছাড়াও দিবসটির উদ্দেশ্য তামাক ব্যবহারের ব্যাপক প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যের উপর এর নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো যা বর্তমানে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৬০ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত এবং যার মধ্যে ধুমপানের পরোক্ষ ধোঁয়ার প্রভাবের কারণে প্রায় ৬,০০,০০০ অ-ধূমপায়ী ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছ। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার সারা বিশ্বের সাথে রাজ্যে পালিত হলো বিশ্ব তামাকমুক্ত দিবস এদিন রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল ILS এর উদ্যোগে সকালে এক প্রভাত ফেরী করা হয় যার মাধ্যমে মানুষের সচেতনতা বৃদ্ধি করা হয়।

রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে এই শোভাযাত্রা এই দিন এক সাক্ষাৎকারে ILS এর কর্মকর্তারা বলেন বিশ্ব তামাক দিবস উপলক্ষে জনগণের মধ্যে সচেতনতা বার্তা দেওয়া এবং গুটকা,সিগারেট, খৈনি, এই গুলি যদি বেশি সেবন করা হয় তা হলে শরীরে অনেক কিছু রোগ হতে পারে যেমন ক্যান্সার,ফুসফুসের, রোগ হয়ে যায় ক্যান্সার ছাড়াও হার্টের রোগ বেশি হয় বলে জানান তিনি পাশাপাশি তিনি আরো বলেন উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে তাম্বাকু সেবনের জন্য হার্টের ফুসফুসের ক্যান্সার রোগের রোগী দেখা যায় তাই তাম্বাকু সেবন জাতে জনগন বন্ধ করে তার জন্য সচেতনতা বার্তা দেয়া হয় রেলী মধ্য দিয়ে ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *