স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৩০ মে।। বিশ্রামগঞ্জ থানাধীন তুলসীমুড়া এলাকায় নিজের জমিতে কাজ করছিলেন চন্দন দেবনাথ।
প্রতিবেশি এক ব্যক্তি কিছু সময় পর চন্দন দেবনাথকে জমিতে পড়ে থাকতে দেখেন। সবার সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কি কারণে ওই কৃষকের মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। পরে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ময়নাতদন্তের পর মৃতদেহ নিকটাত্মীদের হাতে তুলে দেয়া হয়েছে। বিশ্রামগঞ্জ থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। কৃষকের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।