স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ৩০ মে।। ফিল্মি কায়দায় পাওনা টাকা দেওয়ার নাম করে কৈলাসহর লক্ষ্মীপুর পঞ্চায়েতের আহমদ আলীকে বিদেশে যাওয়ার জন্য ৬০ হাজার টাকা দিয়েছিলেন মকদুছ আলী।
কিছুদিন আগে মকদুছ আলীকে ১০ হাজার টাকা দেন আহমদ আলীর স্ত্রী। রবিবার বিকেলে মকদুছ আলী বাড়িতে ডেকে নিয়ে যায় আহমেদ আলীর স্ত্রী। অভিযোগ বাড়িতে আসার পর ওই ব্যক্তিকে আদার আপ্যায়ন করে পরে দরজা বন্ধ করে কয়েকজন মিলে পেটায়। তারা গ্রামবাসীর কাছে অভিযোগ করে মকদুছ আলী নাকি মহিলার সাথে খারাপ ব্যবহার করেছে।
পরে কৈলাসহর থানার পুলিশ গিয়ে মকদুছ আলীকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসে। এই ব্যাপারে একটি মামলা হয়েছে কৈলাসহর থানায়।