অনাথ শিশুদের পাশে দাঁড়াতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার

অনলাইন ডেস্ক, ৩০ মে।। অনাথ শিশুদের পাশে দাঁড়াতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, মহামারী কালে যেসব শিশুরা অভিভাবকহীন হয়েছে তাঁদের জন্য বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রের মোদী সরকার।

কোভিডকালে অভিভাবকহীন শিশুদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কেয়ার ফান্ড (PM care fund) থেকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন। চিলড্রেনস কেয়ার ফান্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘এই কেয়ার ফান্ড থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, প্রত্যেক দেশবাসী সম্পূর্ণ সংবেদনশীলতার সঙ্গে এই শিশুদের সঙ্গে রয়েছেন। শিশুদের দৈনন্দিন চাহিদা থেকে শুরু করে তাদের শিক্ষাসহ তাদের স্বাস্থ্য, প্রধানমন্ত্রী মোদীর কেয়ার ফান্ডের যত্ন নেওয়া হবে।’

প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘শিশুদের ভাল শিক্ষার জন্য, তাদের বাড়ির আশেপাশের যে কোনও সরকারী বা বেসরকারী স্কুলে ভর্তি করা হবে। স্কুলের যাবতীয় খরচ যেমন কপি, পেন-পেনসিল, ব্যাগ, জামাকাপড়, সবই মেটানো হবে কেয়ার ফান্ড থেকে। ‘

প্রধানমন্ত্রী মোদী বলেন, যদি কোনও শিশুর উচ্চশিক্ষার জন্য ঋণের প্রয়োজন হয়, তবে তিনি পিএম কেয়ার ফান্ড থেকে সম্পূর্ণ সহায়তা পাবেন। এছাড়াও প্রতিদিনের চাহিদা মিটিয়ে প্রতি মাসে ৪ হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে তাঁদের জন্য। তিনি বলেন, যেসব শিশুর পড়াশোনা শেষ করে ভবিষ্যতের স্বপ্ন পূরণের জন্য অর্থের প্রয়োজন হবে, তাদেরও সহায়তা দেওয়া হবে। এজন্য ১৮ বছর থেকে ২৩ বছর পর্যন্ত তরুণদের উপবৃত্তি দেওয়া হবে। একই সঙ্গে শিশুদের বয়স ২৩ বছর হলে তাদের একসঙ্গে ১০ লাখ টাকা করে দেওয়া হবে।

এছাড়া স্বাস্থ্য নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, এই রোগ যে কোনও সময় যে কাউকে ধরতে পারে। কোনও শিশুর যদি এমন সমস্যা হয়, তাহলে তাকে অর্থ নিয়ে চিন্তা করতে হবে না। পিএম কেয়ার ফান্ডের মাধ্যমে আয়ুষ্মান হেলথ কার্ডও দেওয়া হবে যার সাহায্যে ৫ লক্ষ পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে দেওয়া হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *