স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৩০ মে।। মারুতি ভ্যান এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৩ জন। উদয়পুর বৈষ্ণবীচর এলাকায় মারুতি ভ্যান এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিনজন।
মারুতি চালকের কথা অনুযায়ী বাইক চালকের ভুলে এই দুর্ঘটনা। বাইকটি পেছন থেকে এসে মারুতি ভ্যান ধাক্কা দেয়। আহতরা হলেন- রাহুল চক্রবর্তী, শুভঙ্কর দাস এবং নারায়ণ দাস।
এদিকে, অটো উল্টে আহত শিশু সহ ৪ জন।কল্যাণপুর লোকনাথ আশ্রম সংলগ্ন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রীবাহী অটো। তাতে চালক এবং ৩ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে একজন শিশুর আঘাত গুরুতর।