স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৩০ মে।। আবারো দুষ্কৃতীদের হামলার মুখে বিধায়ক রতন ভৌমিক। নিজ বাড়ি গঙ্গাছড়া থেকে উদয়পুর
দলীয় কাজে আসার পথে জামজুড়ি ফরেস্ট গেট এলাকায় আসা মাত্র আচমকাই একদল দুষ্কৃতী বিধায়ক রতন ভৌমিককে গাড়ীকে দেখে
ইট পাটকেল দিয়ে হামলা চালায়। প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক রতন ভৌমিকের সহ বিধায়কের দেহরক্ষী অল্প বিস্তর আহত হলেও রক্ষা করা যায়নি তার বিধায়কের গাড়িটিকে।
ভাঙচুর করা হয় গাড়িটিকে।পরবর্তীতে বিধায়কের ওপর হামলার এবং গাড়ি ভাংচুরের ঘটনা রাধা কিশোর পুর থানায় মামলা করা হয়। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে।গাড়ীটি বর্তমানে রাধা কিশোর পুর থানায় রয়েছে।