খাস জমি হয়ে গেল জোত ! আইনি নোটিশে একপ্রকার রাস্তায় বসছে ৩০ পরিবার

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ মে।। আগরতলা রামনগর রনজিৎনগর এলাকায় ২০০৮ সালে তৎকালীন সরকার ৩০টি গরীব পরিবারকে মাথা গুজার জায়গা করে দিয়েছিল। ওই সময় সবাই জানতেন জমিটি খাস।

কিন্তু সম্প্রতি তারা জানতে পারেন ওই জমির কিছুটা অংশ জোত। জমির প্রকৃত মালিক আবার জমি বিক্রি করেছেন অপরজনের কাছে। কিন্তু তিনি কোনওভাবে জমির দখল পাননি। তাই আদালতে মামলা করেছিল মালিক। সেই মামলার রায়ে আদালত বলেছেন জমি তার মালিককে বুঝিয়ে দেওয়া হয়।

কিন্তু স্থানীয়রা প্রশ্ন তুলছেন আগে ওই জমি খাস থাকলে এখন জোত হল কিভাবে ? তারা উচ্ছেদকারীদের কাছে ১ সপ্তাহ সময় চেয়ে নেন। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *