স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ৩০ মে।।ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলেন সোনামুড়া মহকুমার বক্সনগর ব্লকের পুঠিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ৫ নং ওয়ার্ড এর বাসিন্দা রশিদ মিয়া নামে এক ব্যক্তি।
ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে রশিদ মিয়ার পারিবারে অশান্তির দানা বাঁধে। তারই পরিপ্রেক্ষিতে সোমবার দুপুর এক ঘটিকার সময় স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। পরে রাগে অভিমানে ঘরের স্ত্রীর অনুপস্থিতিতে নিজ ঘরের সিলিং এর সাথে স্ত্রীর উড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। পরে এই ঘটনাটি বাড়ির লোকজন দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে ঝুলানো অবস্থা থেকে নামিয়ে বক্সনগর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। তখন বক্সনগর হাসপাতালে আসার আগেই রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ।
পুলিশ গিয়ে এই ঘটনার তদন্ত শুরু করেন।ময়না তদন্ত করার পর পরিবারের হাতে তার মৃতদেহ তুলে দেওয়া হবে বলে জানান চিকিৎসক। এদিকে কলমচৌড়া থানায় তার মৃত্যুতে একটি অস্বাভাবিক মামলা নেয়া হয়েছে।তার মৃত্যুতে গোটা পটিয়া এলাকায় শোকের ছায়া নেমে আসে।