স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ মে।। কেন্দ্রীয় সরকারের একটি স্কিমে নির্ভায়া ফান্ডের অর্থে রাজ্যের দুটি জেলায় পাঁচ শতাধিক মহিলা পুলিশ ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছিল। তাদের বলা হয়েছিল প্রতি মাসে ১০ হাজার টাকা করে বেতন এবং ১ হাজার টাকা করে সাম্মানিক প্রদান করা হবে।
প্রথম ৫ মাস তারা সবাই ১ হাজার টাকা করে সাম্মানিক পেয়েছিলেন। কিন্তু ১০ হাজার টাকা বেতন আজ পর্যন্ত কেউই পাননি।এছাড়া গত ৮ মাস ধরে সাম্মানিকের অর্থ প্রদানও বন্ধ হয়ে আছে। তাই সোমবার মহিলা পুলিশ ভলান্টিয়াররা পুলিশ সদর কার্যালয়ে আসেন। তারা পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সাথে দেখা করেন।
কিন্তু তিনি জানান এই বিষয়ে তার কিছুই করার নেই। মহিলা পুলিশ ভলান্টিয়ারদের বলা হয় তারা যেন স্ব-স্ব থানা থেকে লিখিতভাবে সমস্যা সম্পর্কে জানান।