স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৩০ মে।। উদয়পুরে উদ্ধার মেলাঘরে এক বৃদ্ধ মহিলা।ঘটনার বিবরণে জানা যায় সিপাহিজলা জেলার মেলাঘর থানাধীন পূর্ব চন্ডিগড় এলাকার ভালোবাসা সরকার (৭৫) এক বৃদ্ধ মহিলা একটি ব্যাগ নিয়ে সোমবার সকালে উদয়পুর গালস স্কুল সংলগ্ন সমীর চক্রবর্তী বাড়ির সামনে বসে থাকতে দেখতে পান সমীর চক্রবর্তী। উনাকে জিজ্ঞাসা করলে উনি কিছুই বলতে পারছেন না।
পরে সমীর চক্রবর্তী ওই বৃদ্ধ মহিলাকে তার বাড়িতে নিয়ে যায় গিয়ে সকালে খাবার দেন। পরে ওই বৃদ্ধ মহিলা ভালোবাসা সরকারকে জিজ্ঞাসা করলে উনি বলেন উনার বাড়ি মেলাঘর এলাকায়। উনার কেউ নেই।উনি মেলাঘর বাজারে ফুটপাতে বসে থাকেন। মেলাঘর বাজারের ফুটপাতে বসে লোকজন থেকে সাহায্য নিয়ে খাবার খান। পরে সমীর চক্রবর্তী উদয়পুর রাধা কিশোর পুর মহিলা থানায় খবর দিলে মহিলা থানার পুলিশ এসে একটি ব্যাগ এবং বৃদ্ধ মহিলাটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
থানায় নেওয়া পর মহিলা ব্যাগ থেকে একটি আধার কার্ড এবং একটি ব্যাংকের বই সহ বেশ কিছু টাকা এবং কয়েন পাওয়া যায়। আধার কার্ড থেকে ওই মহিলার নাম এবং ঠিকানা জানতে পারেন পুলিশ।এদিকে মহিলা থানার পুলিশ মেলাঘর থানার সাথে যোগাযোগ করে ওই বৃদ্ধ মহিলা ভালোবাসা সরকারকে তার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া হবে বলে জানা যায়। তবে কেউ বলতে পারছে না ওই মহিলার মেলাঘর থেকে কিভাবে উদয়পুরে এসেছে।এদিকে উদয়পুর গার্লস স্কুল সংলগ্ন এলাকায় সকালে বৃদ্ধ মহিলা উদ্ধারকে ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।