অনলাইন ডেস্ক, ২৮ মে।। ফের মানুষের নৃসংসতার বলি হতে হলো এক বন্য প্রাণীকে। উত্তরাখণ্ডে খাঁচাবন্দি একটি চিতা বাঘকে পুড়িয়ে মারল জনতা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 150 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে উত্তরাখণ্ড পুলিশ। গত মঙ্গলবারের এই ঘটনায় বন বিভাগ এবং পুলিশ তদন্ত করতে শুরু করে। পুলিশের বিরুদ্ধেও অবশ্য কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে।
উত্তরাখণ্ডের পাউড়ি গাড়োয়াল জেলায় একটি চিতাবাঘকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। বনদপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে নাগদেভ ফরেস্ট রেঞ্জের সাপলোরি গামে চিতাবাঘের হাতে এক 47 বছর বয়সী মহিলার প্রাণ গিয়েছিল।
সেই আক্রোশ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য জনতা চিতা বাঘটিকে ধরে পুড়িয়ে মেরে ফেলে। ঘটনার পরিপ্রেক্ষিতে চারটি গ্রামের 150 জন বাসিন্দার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
যদিও এদের মধ্যে কয়েকজনের পরিচয় জানা যায়নি। কিভাবে এত বড় অপরাধ ঘটে গেল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে বন বিভাগ এবং পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে।
সময়মতো ওই এলাকায় 144 ধারা জারি করা হয়নি। এর ফলে চিতা বাঘের খাঁচার চারপাশে কয়েক শ মানুষের ভিড় জমে যায়। লোকালয় কোনো বন্যজন্তু প্রবেশ করলে সেখানে 144 ধারা জারি করার নিয়ম রয়েছে।
বাঘটিকে ধরার জন্য গ্রামের দুটি জায়গায় খাঁচার ব্যবস্থা করা হয়েছিল। মঙ্গলবার সকালে একটি খাঁচার মধ্যে ধরা পড়ে বাঘটি। উত্তেজিত জনতা এরপর চিতাবাঘের খাঁচার মধ্যে আগুন ধরিয়ে দেয়।