এফআইআর গ্রহণ ও রিসিভ কপি প্রদান নিয়ে পুলিশের উদ্দেশ্যে হাইকোর্টের কড়া নির্দেশ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ মে।। সম্প্রতি উচ্চ আদালতের বিচারপতি শুভাশিস তলাপাত্র একটি রিট মামলায় রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছেন পুলিশের মহানির্দেশকের মাধ্যমে সব এসপি, আইজি আইন শৃঙ্খলাকে নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক করার জন্য। উচ্চ আদালত বলেছে পুলিশ কর্তাদের স্পষ্ট জানিয়ে দিতে ২০১৪ সালে সুপ্রিম কোর্টের লতিকা কুমারী মামলার নির্দেশ যেন সঠিকভাবে কার্যকর হয়।

ওই নির্দেশে সুপ্রিম কোর্ট বলেছিল পুলিশ যেন অভিযোগ পেয়ে FIR গ্রহণে যেন দেরি না করা হয়। এইআইআর গ্রহণের সাথে সাথে তার রিসিভ কপি মামলাকারীকে দিতে হবে। আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ বলেন রাজ্যের থানাগুলোতে সুপ্রিম কোর্টের সেই নির্দেশ পালন করা হয় না। শ্রী বর্মণ জানিয়েছেন, সম্প্রতি মধুপুর এলাকার এক ব্যক্তির রাবার বাগান দুস্কৃতিরা জ্বালিয়ে দিয়েছে।

এই ব্যাপারে থানায় এফআইআর করতে গেলে পুলিশ এফআইআর রাখেনি। পরে ওই ব্যক্তি সিপাহীজলার পুলিশ সুপারকেও লিখিতভাবে বিষয়টি জানান। তাতেও কোন হেলদোল নেই পুলিশের। সবশেষে ওই ব্যক্তি হাইকোর্টে রিট মামলা করেন। তারপর পুলিশের টনক নড়ে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *