নিজের ছেলেকে বেয়াড়া বলেও অভিহিত করেছেন রচনা

অনলাইন ডেস্ক, ২৮ মে।। টলিপাড়ায় নতুন নতুন অভিনেত্রী দের মৃত্যুসংবাদে চারদিক যেন তালগোল পাকিয়ে গেছে। গত দুই সপ্তাহের মধ্যেই তিনজন অভিনেত্রী মৃত্যু সংবাদ পাওয়া গেল। বেশিদিন হয়নি তারা টলিপাড়ায় কাজের সাথে যুক্ত হয়েছে, পরপর আমার মৃত্যুসংবাদ সত্যি মনকে আরও বিষণ্ন করে তোলে।

পল্লবী দে থেকে শুরু করে মঞ্জুষা নিয়োগী একের পর এক মৃত্যুর সংবাদ, তাদের জীবনে কি এমন বাধ্যবাধকতা এসে হাজির হয়েছিল যার কারণে একেবারে প্রাণ পর্যন্ত দিতে হলো তাদের। তবে এই নিয়ে অনেক মানুষের অনেক মত রয়েছে।

তবে রচনা ব্যানার্জি এই নিয়ে মুখ খুলেছেন, তিনি নতুন অভিনেতা-অভিনেত্রীদের একরকম দোষারোপ করেছেন। তিনি একেবারে চাঁচাছোলা ভাবেই কথা বলেছেন,তিনি বলেন নতুন অভিনেতা-অভিনেত্রীরা স্ট্রাগল করতে শেখেনি।

একেবারে চামচে করে তাদের খাইয়ে দিতে হয় সমস্তটাই। কোনো কিছু না করেই তারা কাজের আশা করে বসে থাকে। আর সেটা না পেলেই অবসাদ, আত্মহত্যার পথ বেছে নেয়।

লক্ষ করলে দেখা যাবে, স্কুলের গন্ডি না পেরোতেই সিরিয়াল করতে চলে আসে মেয়েরা। এরপরে হাতে কাঁচা টাকা পেয়ে ফুর্তি শুরু করে দেয়। আমাদের সময় টা আলাদা ছিল, স্ট্রাগল করে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে হয়েছে। সামনে সামনে কেউ গুছিয়ে এনে দেয় নি।

এখানেই শেষ নয় তিনি আরো বলেছেন, এই সমস্ত ছেলেমেয়েদের জন্য বিন্দুমাত্র কষ্ট হয়না। কষ্ট হয় এদের মা-বাবার জন্য। মা বাবা কখনো সন্তানের খারাপ চায়না, কিন্তু এদের জন্য তাদের মা-বাবাকে দোষ এর মুখে পড়তে হয়।

একটা ছেলে বা মেয়ের জন্য নিজের জীবন কখনই শেষ করা উচিত নয়। কখনোই নিজের জীবনের নিয়ন্ত্রণ ক্ষমতা আমি অন্যের হাতে তুলে দেব না। এই ঝোঁকে নিজের ছেলেকেও ছেড়ে কথা বলেননি রচনা ব্যানার্জি।

নিজের ছেলেকে বেয়াড়া বলেও অভিহিত করেছেন। এখনকার সময়ে মা-বাবার হল সন্তানদের শত্রু, বন্ধুরা এই সব থেকে ভালো। মা বাবার কষ্টের এরা দাম দিতে জানে না। এদের প্রথমে জীবনের শিক্ষা টা দরকার।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *