খুমলুঙ প্রেসক্লাবের সম্পাদকের বাড়িতে তল্লাশি পুলিশের, এসপিকে ডেপুটেশন আগরতলা প্রেসক্লাবের

স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ২৮ মে।। খুমলুঙ প্রেসক্লাবের সম্পাদক রঞ্জিত দেববর্মার বাড়িতে বিনা অভিযোগে তল্লাশি চালায় পুলিশ । এর প্রতিবাদে জিরানিয়া থানায় গিয়ে পশ্চিম জেলার পুলিশ সুপারের নিকট ডেপুটেশান প্রদান করল আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার, ত্রিপুরা ইলেক্ট্রনিক মিডিয়া সোসাইটির সম্পাদক সৌরজিৎ পাল, এফডিপিএমসির সম্পাদক সেবক ভট্টাচার্য্য সহ খুমলুঙ প্রেসক্লাবের সদস্যরা।

আগামী ৩দিনের মধ্যে অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দেন পুলিশ সুপার। প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন জায়গায় সংবাদমাধ্যমের সাথে যুক্ত সাংবাদিকদের নানাভাবে হেনস্থার অভিযোগ প্রকাশ্যে আসছে। এক্ষেত্রে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন উদ্বেগ প্রকাশ করছে। এব্যাপার প্রশাসনকে আরও বেশি সংবেদনশীল হওয়া প্রয়োজন বলে বুদ্ধিজীবীদের দাবি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *