স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ২৮ মে।। আজ সোনামুড়া টাউন হলে সিপাহীজলা জেলা যুব মোর্চার উদ্যোগে টাউন হল চত্বরে আয়োজিত একটি স্বেচ্ছায় মহতী রক্তদান শিবিরে অংশ নিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
রক্তদান শিবিরে রক্তদানকারী সকল রক্তদাতাদের উৎসাহ প্রদান করে তাদের এই সেবামূলক কাজ ও মানসিকতার জন্য ধন্যবাদ জানান তিনি। মন্ত্রী বলেন, আজকের এই রক্তদান শিবিরে সকল রক্তদাতাদের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
আজকের এই মহতী রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলছড় কেন্দ্রের বিধায়ক সুভাষ দাস, ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক কিশোর বর্মণ, জেলা প্রভারী জসীমউদ্দীন, ভারতীয় জনতা পার্টির সিপাহীজলা (দক্ষিণ) এর সভাপতি দেবব্রত ভট্টাচার্য্য,ভারতীয় জনতা যুব মোর্চার সিপাহীজলা (দক্ষিণ) এর সভাপতি সুপঙ্ক সরকার সহ অন্যান্যরা।